সত্যিকারের চ্যাম্পিয়ন আকবররা। কেউ উনিশে আবার কেউ বা উনিশ পেরিয়ে কুড়িতে পা রেখেছে। এই বয়সেই তারা প্রমাণ করেছে তাদের হৃদয় কতটা বড়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে না থাকলেও দেশের সংকটময় মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) করোনা তহবিল গঠন করা হয়েছিল সাবেক-বর্তমান ক্রিকেটারদের থেকে অনুদান সংগ্রহ করে সরকারের তহবিলে দেয়ার জন্য।
এই তহবিলে আকবর আলীরা সিদ্ধান্ত নিয়েছে আড়াই লাখ টাকা দেয়ার। এমনটা নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী দলনেতা নিজেই।
কোয়াব এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব ক্রিকেটার, সংগঠক ও কর্মকর্তারা মিলে আড়াই লাখ টাকা কোয়াবের সহায়তা তহবিলে দান করার কথা জানিয়েছে।
এর আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার নিজেদের এক মাসের বেতনের টাকার অর্ধেক ও সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা আরও ১০ ক্রিকেটার মিলে ২৭ লাখ টাকা অনুদান দিয়েছে সরকারের করোনা তহবিলে।
চুক্তির বাইরে থাকা প্রথম শ্রেণীর ৯১ জন ক্রিকেটারও প্রায় ১০ লাখ টাকার মতো অনুদান দিয়েছে কোয়াবের তহবিলে।
এমআর/ওয়াই