• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বিশ্বকাপ জয়ী জার্সি-গ্লাভস নিলামে তুলছেন বাংলাদেশ অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০২০, ১৩:৩৯
under 19 worldcup, akbar ali
আকবর আলী

করোনাভাইরাসের প্রভাবে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে এলেন বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।

বৃহস্পতিবার আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে জেতা দুটি স্মারক নিলামে তুলতে যাচ্ছেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘নিঃসন্দেহে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত যুব বিশ্বকাপের ট্রফি জয়ী এই উইকেট রক্ষক বলেন, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন ওসি আকবর আলী খান