করোনাভাইরাসের প্রভাবে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে এলেন বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।
বৃহস্পতিবার আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে জেতা দুটি স্মারক নিলামে তুলতে যাচ্ছেন তিনি।
ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘নিঃসন্দেহে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত যুব বিশ্বকাপের ট্রফি জয়ী এই উইকেট রক্ষক বলেন, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
ওয়াই