বিশ্বকাপ জয়ী জার্সি-গ্লাভস নিলামে তুলছেন বাংলাদেশ অধিনায়ক
করোনাভাইরাসের প্রভাবে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে এলেন বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।
বৃহস্পতিবার আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে জেতা দুটি স্মারক নিলামে তুলতে যাচ্ছেন তিনি।
ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘নিঃসন্দেহে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত যুব বিশ্বকাপের ট্রফি জয়ী এই উইকেট রক্ষক বলেন, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
ওয়াই
মন্তব্য করুন
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশেই নিজস্ব সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। এদেশেই ব্রাজিল-আর্জেন্টিনার নিজ দেশের বাহিরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক। এই দুই দলের মধ্যে খেলায় তো বটে, ব্রাজিল-আর্জেন্টিনা অন্য কোনো দলের সঙ্গে খেলা ম্যাচগুলোতেও জয়-পরাজয় নিয়ে চর্চিত হয় নানা গল্প।
এর একটি হলো- সেভেনআপ গল্প। সেই গল্পে এবার যুক্ত হলো ইকুয়েডরের নাম। শুধু আর্জেন্টিনা-ইকুয়েডর নয়, বরং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে নতুন এই গল্পে এবার যুক্ত হয়েছে আরও দুটি দেশ কলম্বিয়া ও বলিভিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ফুটসাল দল ৭-১ গোলে ইকুয়েডরকে হারায়। এ টুর্নামেন্টে দুইটি ম্যাচে ৭-১ গোলে জয়লাভ করেছে। যেখানে গ্রুপ ‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারায় ।
সেভেনআপ গল্প তৈরির ম্যাচে আর্জেন্টিনার হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। আর জাভিয়ের চিকুইতোর পা থেকে ইকুয়েডরের একমাত্র গোলটি আসে।
গ্রুপ পর্বে চার ম্যাচের দুইটিতে জয় ও দুইটিতে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। তাদের মধ্যে গ্রুপ ‘এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ ‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ জুলাই ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পর্যুদস্ত হয়েছিল ব্রাজিল। সেখান থেকেই ব্রাজিল ফুটবলকে নিয়ে বাংলাদেশে সেভেনআপ গল্প শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকেরা। সেভেনআপ দল বললেই সবাই বুঝে নেন ব্রাজিল দলকে নিয়ে মজা করা হচ্ছে।
আরটিভি/কেএইচ/এআর
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
জাতীয় ক্রিকেট লিগের দল রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলীকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দুটি অপরাধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আহমেদ আকবরের শাস্তির বিষয়টি নিশ্চিত করে রাজশাহীতে অনুষ্ঠিত বরিশাল ও রংপুর বিভাগের সর্বশেষ ম্যাচের ম্যাচ রেফারি আখতার বলেন, মাঠে অখেলোয়াড়োচিত আচরণের জন্য আকবর আলীকে এই শাস্তি দেয়া হয়েছে।
এ ছাড়া এনসিএলের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ফিল্ডিং করার সময় সে (আকবর) আম্পায়ারের সঙ্গে উগ্র মেজাজ দেখান। এরপর আবার আউটের হতাশায় ব্যাট দিয়ে চেয়ার ভাঙেন।
ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-রংপুরের ম্যাচে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে লম্বা সময় ধরে তর্ক করেন আকবর। তার বিরুদ্ধে অতিরিক্ত আবেদনেরও অভিযোগ ছিল। ম্যাচের তৃতীয় দিনের এ ঘটনায় তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়, সঙ্গে দেয়া হয় ১টি ডিমেরিট পয়েন্ট।
এর মধ্যে ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দেয়ায় আবারও আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন উইকেটকিপার আকবর। মধ্যাহ্ন বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে রেগেমেগে চেয়ারেও লাথি মারেন তিনি। তাতে একটি চেয়ার ভেঙে যায়।
চতুর্থ দিনের এ ঘটনায় আচরণবিধির লেভেল-২ ধারা ভাঙার অপরাধে আকবরকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও ৪টি ডিমেরিটও দেয়া হয়। সব মিলিয়ে এই এক ম্যাচে আকবরের জরিমানা ম্যাচ ফির ৯৫ শতাংশ। এ ছাড়া এক ম্যাচেই ৫টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় জাতীয় লিগের নিয়ম অনুযায়ী দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি।
আকবরের এই শাস্তি রংপুরের জন্য বড় এক ধাক্কা হয়েই এসেছে। পাঁচ ম্যাচে দুটি জয় ও দুটি ড্রয়ের সৌজন্যে রংপুর ছিল জাতীয় লিগের পয়েন্ট তালিকার দুইয়ে। শেষ দুই ম্যাচে ভালো করলে শীর্ষে থাকা সিলেটকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল আকবর আলীর দলের। কিন্তু তার ভুলে দলটিকে এখন অধিনায়ককে ছাড়াই খেলতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। সবকিছু ঠিক থাকলে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে আবারো মাঠে ফিরতে পারেন আকবর আলী।
আরটিভি/কেএইচ
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।
এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।
ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।
জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।
আরটিভি/এসএপি/এআর
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে আর্জেন্টিনা। পেরুকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ হলেও এখনও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ, সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
ফিফার নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের একটিতে জয়ের বিপরীতে একটিতে হেরেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই জয়ে তাদের পয়েন্ট ২৫।
২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে হলে আর যত পয়েন্ট লাগবে আর্জেন্টিনার
বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আর এই ছয় ম্যাচের ১টিতে জয় পেতে হবে মেসি-মার্টিনেজদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া ১০টি দলই ১২টা করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া। আর ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে।
আরটিভি/এসআর/এস
ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার।
ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের এমন খবর জানার পর আইপিএলের নিয়মিত মুখ মানীশ, দীপককে আর এই আসরে দেখা যাবে না। দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ৩ ক্রিকেটারেরও।
আগামী ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।
আরটিভি/এসএপি/এস
আইপিএল নিলাম / আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় পান্থ
এবারে আইপিএলের মেগা নিলামের আগে থেকে গুঞ্জন ছিল বেশ কয়েকটি দল ঋষভ পান্থকে নিয়ে আগ্রহ দেখাবে। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। তবে শেষ পর্যন্ত পান্থকে দলে নিতে পেরেছে লখনৌ সুপার জায়ান্ট।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ২৭ কোটি রুপিতে পান্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দাবি খেলোয়াড় হলেন পান্থ।
২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের লড়াইয়ে লখনৌ বিজয়ী হলেও, দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানারাইজার্স হায়দরাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ।
কিন্তু তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে ২৭ কোটি রুপি। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ।
গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। এর একজন পরেই নিলামে ওঠা পান্থের নাম। সেখানেই জাতীয় দলের সতীর্থকে পিছনে ফেলেছেন তিনি।
আরটিভি/এসআর-টি
ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
শনিবার (২৩ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা।
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল, বিপরিতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জিতে দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে পারেনি সেলেসাওরা।
এদিকে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আগামীকাল (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে একই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। আবার কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে।
আরটিভি/এসআর-টি