ভারতকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চান ল্যাঙ্গার
আইসিসির নতুন টেস্ট র্যাংকিং তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়া। টানা চার বছর ধরে একের জায়গা ধরে রাখা ভারতকে পেছনে ফেলে অজিরা উঠে এসেছে শীর্ষে।
দল এক নম্বরে উঠে এলেও ক্ষোভ রয়ে গেছে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হারের। এর সঙ্গে যোগ হয়েছে বল টেম্পারিং কাণ্ডও। অজিরা মনে করেন, স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার যদি নিষিদ্ধ না হতেন তবে অনেক বেশি এগিয়ে থাকতো তারা। এমনটাই দাবি কোচ জাস্টিন ল্যঙ্গারের। তবে সব সামলে এভাবে এগিয়ে যাওয়াটাকেও স্বস্তি দিচ্ছে তাকে।
‘দল হিসেবে আমরা যেখানে যেতে চাই এর জন্য এখনও অনেক কাজ বাকি। গত দুই বছর ধরে মাঠে, মাঠের বাইরে অনেক ভালো পারফর্ম করেছি আমরা।’
র্যাংকিংয়ে এক নম্বরে উঠলেও এতটা যে স্বস্তিতে আছে অজিরা সেটিও কিন্তু না। ঘরের মাঠে ভারতের কাছে হারের শোধ নিয়েই জানান দিতে চায় তারা সেরা। শুধু ভারত নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো ফলাফল করতে মরিয়া ল্যাঙ্গার।
‘আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্যই ভালো ফল করা। এর পাশাপাশি ভারতকে তাদের দেশে এবং অস্ট্রেলিয়াতেও হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
এক নম্বর দল হিসেবে এখন চ্যালেঞ্জটাও বেড়ে গেল। অন্য দলগুলা চাইবে অস্ট্রেলিয়াকে হারাতে। এটা নিয়েও বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার।
‘এক নম্বরে উঠে আসাটা দারুণ ব্যাপার। তবে শীর্ষস্থানে থাকা দলকে সবাই হারাতে চায়। আমরা এত দিন যেটা চাইতাম। এখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তাই আমাদের নিজেদের আরও উন্নত করে তুলতে হবে। এই সময়টা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জের।’
এমআর/ওয়াই
মন্তব্য করুন