ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভারতকে হারিয়ে কমনওয়েলথ ক্রিকেটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ আগস্ট ২০২২ , ০৯:১৪ এএম


loading/img

দীর্ঘ ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরে ক্রিকেট। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে অস্ট্রেলিয়া পুরুষ দলকে হারায় দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। এবার বার্মিংহাম কমনওয়েলথে অস্ট্রেলিয়ান নারী দল ভারতকে হারিয়ে পরলো সোনার মেডেল।

বিজ্ঞাপন

ক্রিকেট ইভেন্টে অংশ নেয়া ৮টি দলের লড়াই শেষে রোববার বার্মিংহামে অনুষ্ঠিত হয় ফাইনাল। এজবাস্টনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে ওপেনার বেথ মানের ৪১ বলে করা ৬১ রানের ইনিংসের সঙ্গে মেগ লানিংয়ের ৩৬ (২৬), অ্যাশলে গ্র্যাডনারের ২৫ (১৫) ও বাকি ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৬১ রান তোলে অজিরা।

বিজ্ঞাপন

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১ উইকেট করে নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।

May be an image of 1 person, standing and text

জবাবে ব্যাট করতে নেমে ভারতের নেমে দুই ওপেনারের ব্যর্থতায় শুরু হয় ইনিংস। এরপর জেমিমাহ রদ্রিগেজ ৩৩ রান করে ফিরলেও ৪৩ বলে ৬৫ রানের দারুণ একটা ইনিংস খেলেন অধিনায়ক হারমনপ্রিত কৌর।

বিজ্ঞাপন

দলীয় ১২১ রানের মাথায় হারমনপ্রিত বিদায় নিলে বাকি ব্যাটাররা পড়েন অজি বোলারদের তোপে। তাতে ১৯.৩ ওভারে ভারত গুটিয়ে যায় ১৫২ রানে। ৯ রানের জয়ে প্রথমবার কমনওয়েলথ ক্রিকেটে সোনা জিতল অস্ট্রেলিয়া।

অজিদের পক্ষে ৩ উইকেট নেন অ্যাশলে গ্র্যাডনার। মেগান শাট নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন ডার্সি ব্রাউন ও জেস জনাসেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |