অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। স্কোয়াডে রাখা হয়েছে দলের সেরা পেসার ব্লেসিং মুজারাবানিকে। যিনি চোটের কারণে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি।
চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফর করবে জিম্বাবুয়ে দল। ২০০৩-০৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে। তাই এই সফরের জন্য শক্তিশালী দলও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা দলটায় যোগ হয়েছে মুজারাবানি। নইলে সবাই রয়েছে ভারত সিরিজে খেলা দলটির। দলের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন এখনও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় অজিদের বিপক্ষেও নেতৃত্ব দেবেন রেজিস চাকাভা। এছাড়াও কলারবোন ইনজুরির কারণে দলে রাখা হয়নি আরেক সেরা পেসার টেন্ডাই চাতারাকে।
এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ যা ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনের উপায় হিসেবে কাজ করবে দুই দলের।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক), ব্র্যাড ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারভা, ভিক্টোর নায়ুচি, সিকান্দার রাজা ও সিন উইলিয়ামস।
নন-ট্রাভেলিং রিজার্ভ: তানাকা চিভাঙ্গা এবং জন মাসারা।