ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

১২ জুন থেকে শুরু লা লিগা, নাখোশ বার্সা তারকা

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

সোমবার, ১১ মে ২০২০ , ০১:২৭ পিএম


loading/img
জেরার্ড পিকে

আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে লা লিগা। স্প্যানিশ লিগের প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেভাস বিষয়টি নিশ্চিত করেছেন। তাড়াহুড়ো করে লিগ শুরুর সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বার্সেলোনার তারকা জেরার্ড পিকে।

বিজ্ঞাপন

স্প্যানিশ গণমাধ্যমকে তিনি বলেন, আমি শুনেছি হ্যাভিয়ের ১২ জুন থেকে খেলা শুরুর কথা জানিয়েছেন। আমি জানি কর্তৃপক্ষ দ্রুত লিগ শেষ করতে চাচ্ছে। এখানে অনেক কারণও রয়েছে। দীর্ঘদিন আমরা ফুটবলের বাইরে ছিলাম। এখন তো ফ্রেন্ডলি ম্যাচ খেলার মতোও অবস্থা নেই আমাদের। ম্যাচ শুরু করতে হলে আরও ভালো প্রস্তুতি দরকার।

পিকে মনে করিয়ে দেন ইনজুরি এড়াতে কোনও ঝুঁকি নেয়া যাবে না। ‘আমার মতে আরও কয়েকদিন হাতে রাখলে তেমন বড় কোনও ক্ষতি হতো না।’

বিজ্ঞাপন

কাতালানদের রক্ষণভাগের এই সৈনিক জানান স্প্যানিশ লিগের প্রটোকল অনুযায়ী চলছে তার দল।।

‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশেষ করে হ্যাভিয়ের তেভাস। আসলে মানুষ এখনও ভয়ে আছে। প্রটোকলগুলো মেনে চলাটা জরুরি। দলবেঁধে করাটা জরুরি হলেও আমরা আলাদা অনুশীলন করছি।’

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা ২০১৯/২০ মৌসুমের লিগ শিরোপা জিততে চান। স্থগিত হওয়ার আগে টেবিলের শীর্ষ স্থান ছিল ব্লাউগ্রানাদের দখলেই।

বিজ্ঞাপন

পিকে বলেন, ‘লিগের উপরে থাকা স্বত্বেও লিগ জয় না পেলে ঠিক হতো না।’

গেল শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে টিম বার্সা। তিনটি আলাদা মাঠে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের।

‘আমার সঙ্গে মাঠে মেসির কথা হয়নি। শুধু ফোনেই কথা হয়েছ। অনুশীলন করতেও দেখিনি। দেখা হয়েছিল পার্কিংয়ে। সবাই আলাদা হয়ে অনুশীলন করছেন। আমার সঙ্গে রয়েছেন সার্জিও রবের্তো ও সার্জিও বুসকুয়েটস।’

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |