• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাঠে খেলা ফিরুক দ্রুত: পিটারসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০২০, ১৭:০৯
Play fast on the field: Petersen
কেভিন পিটারসেন

করোনাভাইরাসের কারণে থমকে আছে গোটা পৃথিবী, থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও জানেনা কেউ, তাই সবাই খুঁজছে বিকল্প পন্থা।

মাঠে খেলা ফেরাতে সবচেয়ে বড় ভয় করোনার অনিয়ন্ত্রিত সংক্রমণ। অনেকের মতে শূন্য গ্যালারীর সামনে আয়োজন করা যেতে পারে খেলা। কেউ কেউ আবার এই ধারণার একদম বিপরীতে।

ক্রিকেটাররা ভাবছে দর্শকদের সঙ্গে তাদের বন্ধনের ঘাটতি হবে দর্শক শূন্য মাঠে খেলা হলে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসেন অবশ্য মনে করেন দর্শকদের জন্য হলেও মাঠে খেলা নামানো জরুরি।

‘এই মুহূর্তে মানুষের ফুরফুরে থাকা দরকার। খেলাধুলা মানুষের মনকে সতেজ করে। পরিস্থিতি যা তাতে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত দর্শক শূন্য মাঠে খেলা চালানো দরকার। আমি বলব ক্রীড়াবিদদের এগিয়ে আসতে হবে।’

ক্রিকেট সংস্থাগুলোর ভাবনা অবশ্য তাদের বাণিজ্যিক দিক নিয়ে। কারণ মাঠে দর্শক না আসলে তাদের ক্ষতি ছাড়িয়ে যাবে হাজার কোটি টাকা।

পিটারসেন অবশ্য বললেন ভিন্ন কথা। মাঠে দর্শক না আসলেও টিভির সামনে দর্শক থাকবে অন্য সময়ের চেয়ে বেশী। সেক্ষেত্রে টিভিস্বত্ত্ব হতে পারে আয়ের ভালো মাধ্যম।

‘মাঠে দর্শক না থাকলেও টিভির সামনে দর্শক তো থাকছেই। বিপুল পরিমাণ দর্শক সরাসরি সম্প্রচার দেখবে, সেটা মাথায় রাখা জরুরি।’

এমআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়