লকডাউনের আয়ে শীর্ষে রোনালদো-মেসি
করোনাভাইরাসের কারণে লকডাউনে সব ধরনের খেলা বন্ধ থাকলেও রোনালদো-মেসির রোজগারে কোনও ভাটা পড়েনি। আর কিছু না হোক, অন্তত ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি টাকা রোজগার করেছেন বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা।
২০২০ সালের ১২ মার্চ থেকে ৪ মে পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে ইনস্টাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্বদের করা পোস্ট, ফলোয়ার্সের সংখ্যা ও তার লাইক-শেয়ার-কমেন্টের ভিত্তিতে কে কত টাকা রোজগার করেছেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
শীর্ষে থাকা পর্তুগাল অধিনায়কের ক্রিশ্চিয়ানো রোনালদো লকডাউন চলাকালীন ইনস্টগ্রাম থেকে ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড রোজগার করেছেন। এই প্ল্যাটফর্মে জুভেন্টাস ফরোয়ার্ডের ফলোয়ার্স সংখ্যা ২২২ মিলিয়ন।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ইনস্টাগ্রাম থেকে লকডাউনে বার্সেলোনা দলপতি আয় ১২ লাখ পাউন্ড। একই প্ল্যাটফর্মে ১১ লাখ পাউন্ড আয় করা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
ষষ্ঠ স্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। লকডাউন চলাকালীন ইনস্টাগ্রাম থেকে ১ লাখ ২৬ হাজার পাউন্ডের বেশি টাকা রোজগার করেছেন তিনি।
ওয়াই
মন্তব্য করুন