ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরামর্শ টেন্ডুলকার-লি’র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১০ জুন ২০২০ , ০৬:৩৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

করোনা পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটে অনেক নতুন নিয়ম-কানুন দেখা যাবে। যারা এই সময়ে ক্রিকেট নিয়ে খোঁজ রাখছে তাদের কাছে তখন স্বাভাবিক লাগলেও অন্যদের কাছে সেটা অস্বাভাবিক লাগতেও পারে।

বিজ্ঞাপন

এই যেমন মঙ্গলবার আইসিসির দেয়া নতুন নিয়মে যোগ হয়েছে, টেস্ট ম্যাচ চলাকালীন কেউ করোনা পজিটিভ হলে তার পরিবর্তে বদলি খেলোয়াড়। বলে সতর্কতামূলক দুইবারের বেশি লালা বা থুথু লাগানো যাবে না। তিনবার হলে গুনতে হবে পাঁচ রান জরিমানা।

করোনা বদলি খেলোয়াড়ের অনুমোদন দেয়ায় আইসিসিকে সাধুবাদ জানালেও অনেকে মেনে নিতে পারছেন না বলে লালা নিষিদ্ধের ব্যপারটি।

বিজ্ঞাপন

এই যেমন এক সময়ের দুই প্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার আর ব্রেট লি জানিয়েছেন, লালার পরিবর্তে বলে মোমের প্রলেপ ব্যবহারের কথা। এছাড়াও ৮০ ওভারে নতুন বল দেয়ার পরিবর্তে ৪৫ থেকে ৫০ ওভারের মধ্যেই নতুন বল দেয়ার পরামর্শ দিয়েছেন শচীন।

‘লালা যদি ব্যবহার না করা যায় সেক্ষেত্রে রোমাঞ্চ ধরে রাখতে অন্তত ৪৫-৫০ ওভার পরপর নতুন বলের ব্যবহার চালু করতে পারে।’

সম্প্রতি ব্রেট লির সঙ্গে ভিডিও চ্যাটে এসব দিক তুলে ধরেন শচীন টেন্ডুলকার। শচীনের সঙ্গে একমত পোষণ করেছেন সাবেক এই অজি পেসারও।

বিজ্ঞাপন

শচীন বলেন, আমার মনে হয়, এখন এসব নিয়মের কথা শুনতে ভালো লাগলেও খেলা শুরুর পর আর থাকবে না। টেস্ট ক্রিকেটে উইকেট যদি ভালো না হয় তাহলে খেলার মান কমে যাবে। টেস্ট খেলার রোমাঞ্চটা নষ্ট হয়ে যাবে। তখন ব্যাটসম্যানরা জানবে বাজে শট না খেললে আমি আউট হব না আর বোলাররা চিন্তা করবে আমাকে ধৈর্য ধরতে হবে।

এসময় শচীনের সঙ্গে একমত পোষণ করে ব্রেট লি বলেন, লালার বদলে অন্তত কৃত্রিম বস্তু ব্যবহারের নিয়ম চালু করলে বোলাররা কিছুটা সহায়তা পেতে পারে।

এমআর/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |