ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাবা-মাসহ করোনায় আক্রান্ত নাজমুল ইসলাম অপু

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২০ জুন ২০২০ , ০৭:৩৯ পিএম


loading/img
নাজমুল ইসলাম অপু

একই দিনে দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর। একজন মাশরাফি বিন মুর্তজা ও দ্বিতীয়জন স্পিনার নাজমুল ইসলাম অপু। শুক্রবার রাতে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবালের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।

বিজ্ঞাপন

দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশের এই ক্রান্তিকালে সম্মুখে থেকে লড়াই করা মানুষদের মধ্যে আছেন এই দুইজনও।

মাশরাফি যেমন তার সংসদীয় এলাকাসহ দেশের নানা শ্রেণীর মানুষের পাশে থেকেছেন, নাজমুল ইসলাম অপুও নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

তবে আজ দুপুরে অপু নিশ্চিত হন, তার করোনা পজিটিভ হবার খবরটি। আরটিভি অনলাইনকে এমনটাই জানিয়েছেন তারই ঘনিষ্ঠ ছোট ভাই আরিয়ান রোমান। অপু একা নন, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অপুর বাবা-মা'ও।

রোমান জানান, গেল সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদি যান অপু। সেখান থেকে আসার পর থেকে জ্বর অনুভূত হয় অপুর। এরপর গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। আজ শনিবার সেটির ফল আসে পজিটিভ।

তবে শারীরিকভাবে এখনও সুস্থ আছেন। সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন ঘনিষ্ঠজন রোমান।

বিজ্ঞাপন

এমআর/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |