• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

লেওয়ানডোস্কির গোল উৎসব চলছেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০২০, ১১:২৪
Although the title has already been decided, Bayern Munich's appetite for victory has not diminished.
রবার্ট লেওয়ানডোস্কি

আগেই শিরোপা নির্ধারণ হলেও জয়ের ক্ষুধা যেনো এতোটুকুও কমেনি বায়ার্ন মিউনিখের। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে টানা আটবারের শিরোপাধারীরা। জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডোস্কি।

শনিবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিগ চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে জসুয়া কিমিচের গোলে লিড নেয় তারা।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা লেওয়ানডোস্কি। ৩৩ মিনিটে ফ্রেইবুর্গের পক্ষে এক গোল শোধ করেন লুকাস হোলার। তবে ৩৭ মিনিটে লেওয়ানডোস্কির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

বাকি সময় আর গোল না হওয়ায়, জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

জার্মান লিগে ৩০ ম্যাচে ৩৩ গোল করেছেন লেওয়ানডোস্কি। সব ধরনের প্রতিযোগিতায় ৪১ ম্যাচ খেলে ৪৮ গোল তুলেছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। যা চলতি মৌসুমে শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার
হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নের কাছে হারল পিএসজি
বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা