হাসপাতালে রুম না পাবার তথ্য ভিত্তিহীন: মাশরাফি
করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা হাসাপাতালে বেড পাননি, এমন সংবাদ প্রচারের পর নিজেই জানালেন, সেটি সঠিক নয়।
মাশরাফিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তার পরিবার। তাই সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার সিদ্ধান্ত হয়। এরপর থেকেই গুঞ্জন রটে শারীরিক অবস্থা অবনতি হয়েছে তার। এমনকি হাসপাতালে বেড না পাওয়ারও সংবাদ প্রচার করা হয়।
যদিও সিএমএইচে শুধু স্বাস্থ্য পরীক্ষার জন্যই যেতে চাইছিল মাশরাফির পরিবার।
এর পর বিকেলে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’
চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে বেড পাননি, এমন সংবাদ নিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনেও ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।’
করোনা থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
মাশরাফি বলেন, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’
গেল সপ্তাহের শেষ দিকে অসুস্থ ছিলেন। শুক্রবার করোনার টেস্ট করানোর পর শনিবার মাশরাফির করোনা পজেটিভ হওয়ার সংবাদ সামনে আসে।
ওয়াই
মন্তব্য করুন