ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা যুদ্ধে জিতেছেন অপু

আরটিভি অনলাইন নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২০ , ০২:০৬ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

বাংলাদেশে করোনা মহামারী শুরু হবার প্রথম থেকেই গণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। লম্বা সময় ধরে সাহায্য পৌঁছে দিয়েছিলেন অসহায় মানুষদের কাছে।

বিজ্ঞাপন

তবে সেই অপু-ই সপরিবারের করোনা আক্রান্ত হন। একই দিন করোনা আক্রান্ত হবার খবর আসে অপুর বাবা, মায়েরও। স্বাভাবিকভাবেই মা-বাবাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন এই টাইগার ক্রিকেটার।

তবে ৯ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন অপু, সঙ্গে বাবা, মাও। এমনটাই নিশ্চিত করেছেন অপু।

বিজ্ঞাপন

অপু জানান, গত সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে আজ বুধবার সবার ফলাফল আসে নেগেটিভ।

‘অনেকটা মুক্তির আনন্দ। এটা বলে বোঝানোর মতো না। শুধু আমি নই, আমার মা-বাবাও সুস্থ হয়ে উঠছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে গত ২৪ জুন নারায়ণগঞ্জ সরকারী হাসপাতালে নমুনা দেন অপু। তখন তিনি জানান, ত্রাণ দিয়ে আসার পর জ্বর, শরীর ব্যথা অনুভব করেন তিনি। এরপর ২৭ জুন জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |