গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর আসে মাশরাফি বিন মোর্ত্তজার। এরপর বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে।
মাঝে একদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান তিনি। এরপর থেকে উন্নতির দিকে শারীরিক অবস্থা। তবে গত মঙ্গলবার পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরের দিন বুধবার জানতে পারেন, ফলাফল আবারও ‘পজিটিভ’।
যদিও মাশরাফি এনিয়ে দুশ্চিন্তা করছেন না বরং সুস্থ আছেন বলে শনিবার দুপুরে জানিয়েছেন আরটিভি নিউজকে।
মাশরাফির আক্রান্ত হবার পর তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও আক্রান্ত হন করোনাভাইরাসে। মোরসালিনও আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন, তিনিও সুস্থ আছেন।
আরও পড়ুন
এমআর/পি