• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অসচ্ছল ক্রীড়াবিদদের মাসিক ভাতা দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১৬:২৫
The Ministry of Youth and Sports will provide monthly allowance to indigent athletes
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ২০১৯-২০ অর্থবছরে অসচ্ছল ক্রীড়াবিদদের মাসিক ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

২০১৯-২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যানার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা করোনা ভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অসচ্ছল খেলোয়াড় ও ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লাখ টাকা দিয়েছি। তাছাড়াও এ অর্থ বছরে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিবো।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য নির্বাচিত হলেন যেসব ক্রীড়াবিদ
অলিম্পিক অভিষেকে স্বর্ণ জিতলেন দুই ক্রীড়াবিদ, শীর্ষে চীন
শুটিংয়ে স্বর্ণ জিতেছেন স্কুলপড়ুয়া ক্রীড়াবিদ
একনজরে বাংলাদেশি ক্রীড়াবিদদের পূর্ণাঙ্গ সূচি