• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অনুশীলনে ফিরেছেন ভারতীয় দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৭:১২
Two Indian cricketers have returned to practice
ছবি- সংগৃহীত

চার মাস তো হলো, আর কত? এত লম্বা সময়ের জন্য এর আগে ক্রিকেটাররা আর কখনও পায়নি। শুরুর দিকে ছুটিটা উপভোগ্য মনে হলেও ধীরে ধীরে সেটি বিষাধে পরিণত হয়েছে।

করোনাভাইরাসকে তোয়াক্কা না করে এরিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অপেক্ষায় পাকিস্তানও। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজের পরই ইংলিশদের বিপক্ষে রয়েছে সমান ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ।

এদিকে ভারত তাদের বেশ কিছু সিরিজ বাতিল করেছে, স্থগিত হয়েছে এশিয়া কাপও। তাই ক্রিকেটে ফেরার সময়টা দীর্ঘ হচ্ছে বলা যায়।

তবে ক্রিকেটাররা মাঠে নামতে শুরু করেছ। কদিন আগে রোহিত শর্মা জানান তিনিও অনুশীলন করেছেন খানিকক্ষণ। এদিকে গতকাল অনুশীলন করেছেন সুরেশ রায়না ও উইকেটরক্ষক ঋষভ পন্ত।

ইনস্টাগ্রামে অনুশীলনের ভিডিও শেয়ার করেছেন সুরেশ রায়না। সেখানে সুরেশ লেখেন, ‘চল, শুরু করা যাক।’

ভারতের হয়ে ২০১৮ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন রায়না আর পন্ত জায়গা হারিয়েছে জাতীয় দলে। রায়না অবশ্য এখন নিজেকে তৈরি করছেন চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলার জন্য প্রস্তুত থাকতে। রায়নার লক্ষ্য আইপিএল হলেও পন্তর জায়গা ফিরে পেতে হলে করতে হবে কঠিন পরিশ্রম।

আরও পড়ুনঃ উইন্ডিজদের সমীহ করেনি ইংল্যান্ড

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়