তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৩ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়েরে মধ্য দিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো স্বাগতিকরা।
সোমবার পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় সাত রানে সাঁজ ঘরে ফেরেন জন ক্যাম্পবেল।
বেশিক্ষণ উইকেটে থাকতে পারলেন না ক্রেইগ ব্রাথওয়েট ও শাই হোপ। দলীয় ২৫ রানে তিন উইকেট হারায় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ১৯৮ রানে অল আউট হয় ক্যারিবিয়রা।
এরআগে তিন উইকেটে ১২৯ রান তুলে ৩১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
৯ উইকেটে ৪৬৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে ২৮৭ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে ৩৫৬ বলে ১৭৬ রান ও ১ উইকেট আদায় করেন বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি ২ উইকেট তুলেন এই পেস অলরাউন্ডার। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছেন তিনি।
আরও পড়ুন
ওয়াই