ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়ার লড়াইকে অ্যাসেজের সঙ্গে তুলনা ব্রেট লির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ , ১২:৪৩ পিএম


loading/img
ব্রেট লি

ক্রিকেটের প্রাচীন প্রতিযোগিতার নাম সবার জানা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই লড়াইকে বলা হয় অ্যাসেজ। সাদা পোশাকে জমজমাট ক্রিকেট লড়াইয়ের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচকে তুলনা করলেন সাবেক অজি পেসার ব্রেট লি। 

বিজ্ঞাপন

বছরের শেষ দিকে করেনা পরবর্তী ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয়রা। চার টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।

এই সিরিজে বিদেশের মাটিতে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলারও কথা টিম ইন্ডিয়া। বেশ কয়েক বছর ধরেই দল দুটি বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট উপহার দিচ্ছে। শেষবার অস্ট্রেলিয়ায় মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল রবি শাস্ত্রীর শিষ্যরা। 

বিজ্ঞাপন

তাইতো ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফিকে অ্যাসেজের সমতুল্য বলেছেন ব্রেট লি। 

টাইমস অব ইন্ডিয়াকে স্পিড স্টার বলেন, ‘এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। সে যাই হোক না কেন আর যখনই হোক না কেন, ভারত অস্ট্রেলিয়ায় যাক কিংবা অস্ট্রেলিয়া ভারতে আসুক। এটা সবসময় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাসেজ যুদ্ধের মতো। এই লড়াই সবসময়ই সবার আগে ছিল। তবে আমি এখন এটা মানতে শুরু করেছি যে এই ভারত-অস্ট্রেলিয়া লড়াই সেরা প্রতিদ্বন্দ্বিতা আর সেরা দ্বিপাক্ষিক সিরিজ। 

ব্রেট লির মতে, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার লড়াই এই মুহূর্তে সেরা।

বিজ্ঞাপন

‘এই সিরিজ নিয়ে ভালোবাসার কোনও শেষ নেই। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে লড়াই একে অপরের প্রশংসা করে।’

আরও পড়ুন :  ইংলিশদের জয়ের নায়ক স্টোকস

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |