• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বঙ্গবন্ধু গোল্ডকাপ

হার দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০২০, ১৯:১৬
bangabandhu gold cup
ছবি- সংগৃহীত

২৯তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ফিলিস্তিনের গোল পোস্টের কাছে চলে যায়। বর্তমান চ্যাম্পিয়নদের গোলরক্ষক তৌফিক আবুহামাদ বলটি ঠেলে পাঠান। পাল্টা আক্রমণ চালায় মধ্যপ্রাচ্যের দেশটি। ওডায় খারৌবেরে বাড়ানো বল পেয়ে এগিয়ে যান খালেদ সালেম। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্থ করে দলকে এগিয়ে দেন সালেম। ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু রায়হানের থ্রো-তে ঠিকমত মাথা ছোঁয়াতে পারেননি তপু বর্মণ। ১-০ তে এগিয়ে থেকে ‍বিরতিতে যায় ফিলিস্তিন।

বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের শুরু থেকে দাপট দেখানো শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ দুই দলের সমান ছিল। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন আবারও স্পষ্ট হয়েছে স্বাগতিকদের ফিনিশিং ব্যর্থতা।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট ছিল ভিন্ন। বেশিরভাগ সময়ই এবার বলের নিয়ন্ত্রণ ছিল প্রতিপক্ষের। ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় ফিলিস্তিন। দ্বিতীয় গোলটি করেন লায়েথ খারৌব। মোহামেদ দারবিশের থ্রু বল থেকে লক্ষ্যভেদ করেন লিয়াত খারৌব।

বাকি সময়ে ব্যবধান কমাতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়