• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যান্ত্রিক গোলযোগে দেশে ফিরতে বিলম্ব তামিমদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১২:৪৭
যান্ত্রিক গোলযোগে দেশে ফিরতে বিলম্ব তামিমদের
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা মাথায় নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকটি ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায় তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজ শেষে আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছিল টাইগারদের।

কিন্তু সকাল ৭টা ৪৫ মিনিটের (শ্রীলঙ্কা সময়) ফ্লাইট কলম্বো বিমান বন্দরেই আঁটকে যায় যান্ত্রিক গোলযোগের কারনে। তাতে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে।

জানা যায়, বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ইউএল ১৮৯ বিমানে যাত্রা শুরুর কিছুক্ষণ আগেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। উড়ার আগেই অবশ্য বিমানটির পাইলট নিশ্চিত করেন, বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে নির্ধারিত সময়ে উড়াল দেয়া সম্ভব হয়নি।

এর পর স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে বাংলাদেশ দল নিয়ে শ্রীলঙ্কা ছাড়ে অন্য একটি ফ্লাইট।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় বাংলাদেশ দুপুর ১টা ৩০ মিনিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে বাংলাদেশ দল।

আরও পড়ুন

এমআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়