• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দিনের শুরুতেই দুই উইকেট হারিয়েছে বিসিবি একাদশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯
দিনের শুরুতেই নাঈমের উইকেট হারিয়েছে বিসিবি একাদশ

দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের ম্যাচে প্রথম দিনে ৭ উইকেটে ২৯১ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।

আজ দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে আর ব্যাট করেনি। বিসিবি একাদশ ব্যাটিং করতে নেমেছে সকালে।

নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটিটা দীর্ঘায়ীত হয়নি বেশিক্ষণ। দলীয় ২০ রানের মাথায় ক্যাচ দিয়ে ১১ রান করে বিদায় নেন নাঈম শেখ।

নাঈমের বিদায়ের পর ব্যাট করতে এসে মাহমুদুল হাসান জয়ও ফেরেন মাত্র ১ রান করে চার্ল মুম্বার বলেই।

বাংলাদেশের কন্ডিশন জিম্বাবুয়ের কাছে একদমই চেনা। সেই সুযোগটা নিলো বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাট করতে নেমে।

সফরকারী দল হিসেবে আগে ব্যাট করার সুযোগটা নেয় জিম্বাবুয়ে। গতকাল ব্যাট করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধর করা প্রথম ওভারেই ক্যাচ দেন কেভিন কাসুজা। কিন্তু দুর্ভাগ্য, আম্পায়ারের কান পর্যন্ত পৌঁছায়নি ব্যাটে-বলের আওয়াজ।

যেই ওপেনিং জুটি ভাঙ্গার কথা ১ রানের মাথায় সেই জুটি ভাঙ্গে ১০৫ রানে। ওপেনার প্রিন্স মাসভ্যুরেকে ৪৫ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন অধিনায়ক আল-আমীন জুনিয়র।

দ্বিতীয় জুটি থেকে আসে মাত্র ২০ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ব্রায়ান মুদজিঙ্গানায়ামাকে ১৭ রানে ফেরান পেসার শরিফুল ইসলাম। এরপরই শুরু হয় জিম্বাবুয়ের নিয়মিত উইকেট যাবার পালা।

১৩ রান করা রেগিস চাকাবাকে শাহাদাত হোসেন, শূন্য রানে টিনোটেন্ডা মুতোম্বদজিকেও ফেরান শাহাদাতই। প্রথম ওভারে বেঁচে যাওয়া কেভিন কাসুজাকে শেষ পর্যন্ত ৭০ রানে রান আউট করে ফেরান পারভেজ হোসেন ইমন।

তবে শেষদিকে চার্ল মুম্বা আর এইন্সলে এনডল্বুর জুটিতে ২৯১ রানে দিন শেষ করে। মুম্বা করেন ৫৪ আর এনডল্বু করেন ২৫ রানে।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল আফগানিস্তান
জিম্বাবুয়ের কাছে হারল পাকিস্তান
জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, মুরাদের হ্যাটট্রিক