• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশের কাছে কৃতজ্ঞ পাকিস্তানের রাষ্ট্রপতি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪
pakistan vs bangladesh
পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি || ফাইল ছবি

শুক্রবার শুরু হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। তার আগে পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভির আতিথেয়তা পেলো বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবনে উপস্থিত হয় বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক ই ইনসাফের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফ আলভি। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বৃহস্পতিবার অনুশীলন ও ফটো সেশনের পর বাংলাদেশ-পাকিস্তানের খেলোয়াড়রা উপস্থিত হন রাষ্ট্রপতির বাসভবনে। এসময় উপস্থিত ছিলেন দেশটির আন্তঃ প্রাদেশিক সমন্বয় মন্ত্রী ডা. ফাহমিদা মির্জা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

অভ্যর্থনা অনুষ্ঠানে ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি।

‘ছোট থেকেই আমি ক্রিকেটের অনেক ভক্ত। যখনই সময় পাই ক্রিকেটের খোঁজ-খবর নেয়ার চেষ্টা করি। নিরাপত্তার কারণে দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট বন্ধ ছিল। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের মাধ্যমে ক্রিকেটের নতুন দ্বার উন্মোচন হবে।’

সফরকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আরিফ আলভি বলেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সরকার ও ক্রিকেট দলকে। আমাদের দেশের নিরাপত্তার অবস্থা বেশ ভালো। ক্রিকেটের মাধ্যমে সেটি প্রাথমিকভাবে প্রমাণ করা হয়েছে। দীর্ঘদিন খেলা না হওয়ায় ক্রিকেট প্রেমীরা এটি থেকে বঞ্চিত হয়েছে। এখন তাদের কাছে সুযোগ এসেছে মাঠে গিয়ে খেলা দেখার। কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সত্যিই উপভোগ করেছি। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ’

রাওয়ালপিন্ডি টেস্ট মাঠে বসে দেখার ইচ্ছাপোষণ করেছেন রাষ্ট্রপতি।

‘আগামীকাল শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। সুযোগ থাকলে অবশ্যই মাঠে যেতে চাই। তবে ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত না হতে পারলেও টিভির পর্দায় ঠিকই চোখ থাকবে।’

বাংলাদেশের ক্রিকেটেরও খোঁজ রয়েছে তেহরিক ই ইনসাফের এই নেতার কাছে।

‘আমার এখনও মনে আছে বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিল। আপনারা ক্রিকেটে অনেক উন্নতি করেছেন। আপনাদের খেলা সব সময় উপভোগ করি আমি।’

পাকিস্তান দলের প্রতি দেশটির রাষ্ট্রপতি বলেন, ‘আমি সম্মানিত বোধ করি যখন ক্রিকেটাররা এখানে আসেন। অনেকের খেলা দেখেছি টিভিতে। অনেকেই রয়েছেন হিরো। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী (ইমরান খান)ক্রিকেটে আমার হিরো। এখনও অনেকেই রয়েছেন যারা ভালো করছেন। এতে আমরা গর্ববোধ করি।’

বাংলাদেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আপনারা পাকিস্তানে অনেক ভালো আথিতেয়তা পাবেন। আমি নিশ্চিত দেশটির নিরাপত্তায় আপনারা সন্তুষ্ট হবেন।’

এসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির প্রশংসাও করেন তিনি।

‘আমি আনন্দিত জনাব মানি দেশের ক্রিকেটের জন্য কাজ করছেন।’ যোগ করেন আরিফ আলভি।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের
এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান সফরে ড. ইউনূসকে শেহবাজের আমন্ত্রণ
পাকিস্তান সফরে যেতে চান না সাইফউদ্দিন, দুই মাসের ছুটি চেয়ে আবেদন