• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

লুইসের সেঞ্চুরিতে রানের পাহাড়ে কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪২

শুরুর দিকে মাত্র চার ম্যাচ খেলেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছিলেন মাঠের বাইরে। টানা চার ম্যাচ বিশ্রামে থেকে আবারও ফিরলেন খেলায়। ফিরেই করলেন রান উৎসব। ৪৭ বলে শতক হাঁকিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দিলেন শক্ত ভিত।

শেষ চারে টিকে থাকতে হলে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কুমিল্লার জন্য। অপরদিকে খুলনা টাইটানস আগেই বাদ পড়েছে সেরা চারে উঠার দৌড় থেকে।

এমন ম্যাচে আজ টাইটানসরা টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভিক্টোরিয়ানস দুই ওপেনার তামিম ইকবাল আর এভিন লুইস মিলে করেন দুর্দান্ত শুরু।

৭.২ ওভারে ৫৮ রানের জুটির ভাঙন হয় তামিমের ২৫ রানের বিদায়ের মধ্য দিয়ে। এরপর দুই নম্বরে ব্যাট করতে এসে এনামুল হক বিজয় ফেরেন শূন্যতে।

মাঝে ইমরুল কায়েস করেন ২১ বলে ৩৯ রান। বাকি ইনিংস একাই সামলান এভিন লুইস। ৪৯ বল খেলে করেন ১০৯ রান। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এই ওপেনার।

১০৯ রানের ইনিংসে ছিল পাঁচটি চার আর দশটি ছয়। তার ইনিংসে ভর করে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান পায় ভিক্টোরিয়ানসরা। ২০ ওভার শেষে খুলনার সামনে লক্ষ্য ছুড়ে দেয় ৫ উইকেটে ২৩৭ রান!

খুলনার হয়ে ২টি করে উইকেট নেন মাহমুদুল্লাহ ও ক্রেইগ ব্রেথওয়েট। ১টি উইকেট নেন শরিফুল ইসলাম।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল’ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা 
মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের, নতুন রূপে মিরপুর
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর