• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঘরের মাঠে প্রথম জয় পেল চিটাগং

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ। শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে ঘরের মাঠে পা রাখলেও টানা তিন হারে সেই তালিকা থেকে পিছিয়ে পড়েছিল ভাইকিংসরা।

এদিকে চট্টগ্রামে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকাও। বড় ব্যবধানে হারতে হয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। শেষ চারের দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে আজ জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। ঢাকাকে তারা হারিয়েছে ১১ রানে।

আজ বুধবার জয়ে ফেরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংকে বেঁছে নেয় ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। শুরু থেকেই বড় রানের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে দলটি। দলীয় ৪২ রানের মাথায় মোহাম্মদ শেহজাদের উইকেট হারালে হাল ধরেন ক্যামেরন ডেলপোর্ট ও ইয়াসির আলী। ২০ বলে ১৯ করে ইয়াসির ফিরে গেলেও একপ্রান্তে স্ট্রোকের ফুলজুড়ি খেলতে থাকেন ডেলপোর্ট। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক মুশফিক। এই দুই ব্যাটসম্যানের ৭৯ রানের জুটিতে মুশফিকের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৩ রান। ডেলপোর্ট করেন ৭১ রান। তবে শেষ ওভারে আন্দ্রে রাসেলের হ্যাটট্রিকে ১৭৪ রানেই বেঁধে যায় চিটাগংয়ের ইনিংস।

১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন বড় হারের শঙ্কা তাদের সামনে তখন ম্যাচের হাল ধরেন অধিনায়ক সাকিব ও রাসেল। তবে জয়ের থেকে ৩৬ রান দূরে থাকতে ২৩ বলে ৩৯ করে আউট হন রাসেল। সাকিবও পারেননি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে। সাজঘরে ফেরেন ৪২ বলে ৫৩ রান করে। ডায়নামাইটসরা ম্যাচটি হারে ১১ রানের ব্যবধানে। চিটাগংয়ের হয়ে ২৫ রানে তিন উইকেট নেন আবু জায়েদ রাহী।

আজকের ম্যাচ শেষে ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট রয়েছে চিটাগংয়ের। এতে শেষ চার প্রায় নিশ্চিত হয়ে গেছে বন্দর নগরীর দলটির। অপরদিকে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখনও লড়াই করতে হচ্ছে রাজধানী ঢাকার।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান
সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট
রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী