• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিনও

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

এবারের বিপিএলে তাসকিন আহমেদ যেন ব্যাটসম্যানদের আতংকের নাম। টানা এক বছরেরও বেশি সময় ধরে নেই বাংলাদেশ জাতীয় দলে, তবু বিপিএলে ঝড় তুলেছেন গতির।

গত এক বছরে ওয়ানডে আর টেস্ট মিলে একটি ম্যাচেও সুযোগ পাননি এই ডানহাতি স্পিড স্টার। খেলার সুযোগ না পেলেও ২০১৮ সাল জুড়ে নিজেকে তৈরি করেছেন কঠোর অনুশীলন করে।

তারই প্রতিফলন দেখাচ্ছেন বিপিএলে। এই বিপিএলে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে জায়গা করে নিয়েছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলে।

ষষ্ঠ আসরে তার দল সিলেট সিক্সার্স ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই। শেষ চারে খেলা না হলেও এই দলটা দারুণ খেলেছে কয়েকটা ম্যাচে।

চলতি আসরে আজ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংসের।

গত ১১ ম্যাচে তাসকিন নিয়েছিলেনন ২১টি উইকেট। এর আগে ২০১৭ সালের আসরে সাকিব আল হাসান ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন ২২ উইকেট। শুধু সাকিবই নন, ২০১৪-১৫ সালের আসরে নয় ম্যাচ খেলে কেভিন কুপারও নিয়েছিলেন ২২ উইকেট।

আজ চিটাগং ভাইকিংসের ওপেনার আশরাফুলকে নিজের প্রথম ওভারে আউট করে ২২ উইকেট নিয়ে তাসকিন নিজের নাম লিখিয়েছেন সাকিব, কুপারদের পাশে।

এমআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাঈমের ধীরগতির ইনিংসে কপাল পুড়ল খুলনার, বরিশালের ষষ্ঠ জয়
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা
হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন