ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ঝড়ে লণ্ডভণ্ড গলের গ্যালারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ০২:৫৬ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

এই রোদ এই বৃষ্টির দেশ শ্রীলঙ্কা। সমুদ্র উপকূলীয় শ্রীলঙ্কায় কখন রোদ হবে আর কখন বৃষ্টি সেটা বলা মুশকিল। বিশেষ করে কলম্বোতে বৃষ্টিটা বেশিই হয়। এসব মাথায় রেখেই লঙ্কা দ্বীপে আয়োজন হয়ে আসছে টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজেও বৃষ্টি বাগড়া দিয়েছে। দুই সিরিজ শেষে শুরু হয়ে টেস্ট সিরিজ। গলে বুধবার থেকে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ উপলক্ষে বেশ কয়েকটি অস্থায়ী গ্যালারি তৈরি করা হয় মাঠে।

বিশেষ করে সৌজন্য টিকিট ধারীদের জন্য বানানো হয়েছিল ওইসব গ্যালারি। এ ছাড়াও ব্রডকাস্টারদের জন্য কিছু অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়।

বিজ্ঞাপন

The ground took a battering from strong wind, Sri Lanka vs Australia, 1st Test, Galle, 2nd day, June 30, 2022

তবে ভারত মহাসাগরের তীব্র বাতাস আর ঝড়ে সেসব মুহূর্তেই উড়ে গেছে। দেশটির বর্তমান পরিস্থিতি এমনিতেই বেহাল দশা। এই সময়ে সাধারণ মানুষদের একটু আনন্দ দিতে মাঠমুখী করতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ঝড়-বৃষ্টি।

যে কারণে দ্বিতীয় দিনে নির্দিষ্ট সময়ে খেলাও শুরু হতে পারেনি। দিনের প্রথম সেশন আর লাঞ্চ ব্রেকটা কেটে যায় বৃষ্টিতে। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে খেলা শুরু হলেও জানিয়ে দেয়া হয়েছে আজকের দিনে ৫৯ ওভারের বেশি খেলা সম্ভব না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |