বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পরবর্তী পাকিস্তানের ক্রিকেটটা কেমন চলবে তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে গেল আজ ক্রাইস্টচার্চে। নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে খুবই বাজে শুরু হলো নতুন পাকিস্তানের। নিউজিল্যান্ডে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে নাস্তানাবুদ হতে হলো তাদেরকে; যদিও নিজেদের প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল স্বাগতিকরাও।
রোববার (১৬ মার্চ) কিউইদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। এরপর বোলিংয়েও প্রতিরোধের সামান্যতম নজির রাখতে পারেননি শাহীন আফ্রিদি-সাদাব খানরা। পাকিস্তানের বেঁধে দেওয়া মামুলি লক্ষ্য ১০ ওভার ১ বলে অতিক্রম করে ফেলেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। মাঝে পাকিস্তানের সান্তনা কেবল টিম সেইফার্টের ৪৪ রানে আউট হয়ে ফিরে যাওয়া। ৯ উইকেটের বিশাল এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
আইপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় এবার পাকিস্তানের বিপক্ষে দলের সব সেরা ক্রিকেটারকে একসঙ্গে পায়নি নিউজিল্যান্ড। প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল ব্রেসওয়েল। এই দলটির সামনেই সামান্যতম প্রতিরোধ গড়তে পারলো না পাকিস্তানিরা।
গত বছরও নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো পাকিস্তান। ওই সিরিজের শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ১৩৫ রানের জবাবে ৯২ রানে অলআউট হয়েছিলো তারা।
এক বছর পর ওই একই ভেন্যুতে সেই ৯২ রান করেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও জ্যাকব ডাফির বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। শুধু এ দুই বোলারই ভাগ করে নেন পাকিস্তানিদের ৭ উইকেট।
৩ ওভার ৪ বল করে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জ্যাকব ডাফি। কাইল জেমিসন ছিলেন আরও হিসেবি। ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ইশ সোধি। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে বাজে বোলিং করেছেন ব্রেসওয়েল। ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি কিউই অধিনায়ক। ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাকারি ফকস।
পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে মিডল অর্ডার খুশদিল শাহ-এর ব্যাট থেকে। ১৮ রান করেন নতুন অধিনায়ক সালমান আগা। ১৭ রান করেন জানদাদ খান। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। সবচেয়ে বেশি হতাশ করেছেন দুই ওপেনার। মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ-দুজনই সাজঘরে ফিরে গেছেন রানের খাতা না খুলেই।
শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯১ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুধু ওপেনার টিম সেইফার্টের উইকেট হারাতে হয়েছিল কিউইদের। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অন্যদিকে ফিন অ্যালেন ও টিম রবিনসন অপরাজিত থেকে ১০.১ ওভারেই নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন।
আরটিভি/এসএইচএম/এস