ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

আবাহনীর জয়ে শুরু বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ১০:২৯ পিএম


loading/img

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দশম আসর শুরু হয়েছে। আসরটি শুরু হলো নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের জয়ের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ৩-২ গোলে হারিয়েছে সাইফ’কে।

নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের জোড়া ও ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীর এক গোলে জয় পেয়েছে আবাহনী। সাইফ’র পক্ষে গোল করেছেন তপু বর্মন ও জুয়েল রানা।

বিজ্ঞাপন

শুরু থেকেই আবাহনী গোল আদায়ের জন্য মরিয়া ছিল। খেলা শুরুর ২১তম মিনিটে ইমন বাবুর ছোট কর্নারের পর ওয়ালী ফয়সালের ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এমেকা। ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধে যোগ করা সময়ে জামাল ভূইয়ার ফ্রি-কিক আরেক সতীর্থের মাথা ছুঁয়ে আসার পর সাইফ’র তপু হেড করে বল আবাহনীর জালে জড়িয়ে ব্যবধান কমান। ৪৮তম মিনিটে বাঁ দিক থেকে রহিম উদ্দিনের ক্রসে বদলি নামা জুয়েল জোরালো হেডে প্রতিপক্ষে জালে জড়িয়ে সমতা ফেরান।

৮৪তম মিনিটে নাসিরের গোলে জয় নিশ্চিত হয় আবাহনীর। উদ্বোধনী ম্যাচে পুরো ৩ পয়েন্ট পেল দলটি।

বিজ্ঞাপন

গেলো আসরের খেলাগুলো হয় দেশের ৫টি ভেন্যুতে। তবে এবার শুধু চট্টগ্রামে ১১টি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ হবে ঢাকায়।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |