১-০ গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর  

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৭:৫০ পিএম


১-০ গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর  
ছবি: আরটিভি

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায়  মাঠে নামে বাংলাদেশ।  এই ম্যাচে ৪৪  মিনিটে গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর । 

বিজ্ঞাপন

এদিন শুরু থেকেই  পাল্টাপালটি আক্রমনে খেলতে থাকে দুই দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তা না হলে খেলার শুরুতেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা। 

বড় চমক আসে বাংলাদেশ দলের একাদশে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন বেঞ্চে। তার বদলে মাঝমাঠে খেলছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করছেন। 

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম ২০ মিনিটে দারুণভাবে আক্রমণ শুরু করে বাংলাদেশ। মাঝমাঠে ফাহমিদুল ইসলাম ও শাকিল আহাদের চমৎকার পরিকল্পনায় একের পর এক সুযোগ তৈরি হয়, তবে ফরোয়ার্ড রাকিব হোসেন গোলের দেখা পাননি। শেষ মুহূর্তে বারবার বলের সঙ্গে সংযোগ না করতে পারায় এগিয়ে যেতে পারেনি লাল-সবুজরা।

সিঙ্গাপুরও পাল্টা আক্রমণে দুইবার সুযোগ পেয়েছিল, তবে গোলরক্ষক মিতুল ও ডিফেন্স লাইনের তৎপরতায় সে যাত্রা রক্ষা পায় বাংলাদেশ। তবে ফাহমিদুল একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন, যা ছিল ম্যাচের প্রথম কার্ড। রক্ষণভাগে তারিক কাজী দুইবার আঘাত পেয়েও খেলা চালিয়ে যান।

প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ ফের চেপে বসে। সমিত সোম দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দেন—পাঁচটির মতো আক্রমণের সূচনা করেন তিনি। একবার তার পাস থেকে রাকিব সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

তবে ৪৪তম মিনিটে রক্ষণের ভুলের খেসারত দিতে হয়। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে ব্যর্থ হন, রিবাউন্ড থেকে সিঙ্গাপুরের সং উই ইয়াং ডানদিক থেকে পাওয়া ক্রসটি জালে পাঠিয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। বল ঠেকাতে চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু শেষ রক্ষা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission