সব ঠিকঠাক মতোই এগুচ্ছিল আফগানিস্তানের। ভারতকে ২২৪ রানে আঁটকে দিয়ে স্বপ্ন সত্যির পথে হাঁটছে আফগানরা। বিশ্বকাপের ২৬ তম ম্যাচে আজ সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত।
আগে ব্যাট করতে নেমে রশিদ খান, মোহাম্মদ নবীদের সামনে কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা।
জবাবে ব্যাট করতে নেমে আফগানদের ভারত বধের স্বপ্ন দেখাচ্ছে আসগর আফগান, মোহাম্মদ নবীরা।
যদিও উদ্বোধনী জুটি ভাঙে মোহাম্মদ শামীর বলে হজরতুল্লাহ জাজাইয়ের বিদায় দিয়ে। আফগান অধিনায়ক ওপেনিংয়ে নেমে খুব একটা খারাপও খেলেননি। ৪২ বলে ২৭ রান করে ক্যাচ দেন হার্ডিক পান্ডিয়ার বলে।
দুই নম্বরে ব্যাট করতে নামা রহমত শাহ কাটান শুরুর ধাক্কাটা। কিন্তু খেই হারালেন ভুমরাহ’র ৩৬ রানে দলীয় ১০৬ রানের মাথায়। এর পরের বলেই ভুমরাহ’র শর্ট বলে। ফেরেন ২১ রান করে।
এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ধুকছে আফগানরা। সবশেষ ৪ রানের মাথায় চাহালের বলে বোল্ড হয়ে আরও বেকায়দায় পড়ে গেছে আফগানিস্তান।
এখন পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রা। জিততে হলে লাগে ১৪ ওভারে ৮৮ রান।
এমআর/