২১ ডিসেম্বর ২০২০, ০২:৩৮ পিএম
জানা গেছে, লোহাগাড়ার নোয়াবিলে কুলসুম চট্টগ্রাম শহরে এসে পরিচয় দেন আছিয়া। কারও কাছে তিনি হাসিনা আবার কারো কাছে কুনসু নামেও পরিচিত। শহরে আশপাশের লোকজন জানে তার বাড়ি বাঁশখালী। বদলে ফেলেছিলেন বাবা ও স্বামীর নাম। বদলে যাওয়া নাম, অভিভাবক আর বাড়ির ঠিকানা দিয়েই কাজ নেন বিভিন্ন বাসায়। ব্যবহার করেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল সিম। সেটিও প্রতারণার মাধ্যমে নেওয়া।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |