ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতা ও ট্রাকচাপায় নারীর মৃত্যু

আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:২৭ পিএম


loading/img

পৃথক দুটি দুর্ঘটনায় এক যুবলীগ নেতা ও এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা দুটি ঘটেছে।

বিজ্ঞাপন

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফরিদ মল্লিক (৪৫) নামের যুবলীগ নেতা এবং পাবনা সদর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ছবি খাতুন (২৭) নামে নারীর মৃত্যু হয়।

জানা যায়, বাগেরহাটের ফকিরহাটে বৃহস্পতিবার দুপুরে নিজ মৎস্য ঘেরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ফরিদ মল্লিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করে দুপুর একটার দিকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফকিরহাট উপজেলা মানসা বাহিরদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের কাশিপুর মোড়ে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ছবি খাতুন নামে ওই নারীর মৃত্যু হয়েছে। ছবি খাতুন হেমায়েতপুর ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামের ডাবলু শেখের স্ত্রী।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ ইটবোঝাই ট্রাক্টর ও চালক সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাদশা মালিথার ছেলে বাবু মালিথাকে (৩২) আটক করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে কাশিপুর মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামছিলেন ছবি খাতুন।

এসময় পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

আরও পড়ুন: 

জেবি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |