• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নীতকরণ কাজ চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।

তাছাড়া তিনদিনের ছুটি শেষে কর্মস্থলমুখী হচ্ছে মানুষ। শুক্রবার বিকেল থেকে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়।

রাত ১০টার পর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে যানজটের সৃষ্টি হলেও রাত চারটার পর থেকে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

এতে মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পরে দুর্ভোগে পড়তে হয় যাত্রী ও শ্রমিকদের। বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশু যাত্রীরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

শনিবার মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

মির্জাপুরের কান্ঠালিয়া গ্রামের মাধব সরকার অম্বরিশ জানান, ঢাকা অফিসের উদ্দেশে সকাল আটটায় মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেন।

দেড় ঘণ্টায় ধেরুয়া পর্যন্ত মাত্র ছয় কিলোমিটার গেছেন। পরে অফিসের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরেছেন।

মির্জাপুর বাইপাস এলাকায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মো. সেলিম হোসেন জানান, সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ যানজট নিরসনে কাজ করছে। এখন যানজট অনেকটা কমে এসেছে।

আরও পড়ুন:

জেবি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার 
রিমান্ড শেষে কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
বিদ্যালয়ে ক্লাস নিলেন গণশিক্ষা উপদেষ্টা