চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার ভোরে সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২), কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের মো. হাসান (৪২) এবং চৌদ্দগ্রামের নোয়াপাড়ার মো. শামছু (২৭)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের পিকনিকের একটি বাসের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক কুমিল্লা থেকে কক্সবাজারে পাচার করছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল সিটি গেইটে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) গতিবিধি সন্দেহ হলে র্যাব সদস্যরা বাসটিকে থামানোর সংকেত দেয়। পরে বাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে র্যাব। বাসটি জব্দ করা হয়।
আরও পড়ুন:
- আদালতের কাঠগড়া থেকে হাতকড়াসহ পালিয়ে গেলো আসামি
- হাত জোড় করে ছাত্রলীগ কর্মীদের শান্ত হতে বললেন মন্ত্রী, তারপরও
জেবি/জেএইচ