ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে গাঁজাসহ আটক ৩, হানিফ পরিবহনের গাড়ি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:৪৯ পিএম


loading/img

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২), কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের মো. হাসান (৪২) এবং চৌদ্দগ্রামের নোয়াপাড়ার মো. শামছু (২৭)।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের পিকনিকের একটি বাসের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক কুমিল্লা থেকে কক্সবাজারে পাচার করছে।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল সিটি গেইটে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) গতিবিধি সন্দেহ হলে র‌্যাব সদস্যরা বাসটিকে থামানোর সংকেত দেয়। পরে বাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে র‌্যাব। বাসটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |