ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, নিহত ৫

সিলেট প্রতিনিধি

রোববার, ১৮ মার্চ ২০১৮ , ০৮:২৭ এএম


loading/img

সিলেটের গোলাপগঞ্জে ক্লাববাজার এলাকায় একটি বস্তিতে বজ্রপাত থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লয়লু মিয়ার কলোলীর ভাড়াটে বাবলু আহমদের স্ত্রী তাহমিনা বেগম (৩২), তাহমিনা-বাবলু দম্পতির ছেলে তাহসিন (২), বাবলুর কর্মচারী শেবুল (১৮), জিহাদ (২০) ও শেবু বেগম (২২)। 

বিজ্ঞাপন

এ ঘটনায় দগ্ধ বাবলু আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী আরটিভি অনলাইনকে বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |