ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সাভারে কেক কারখানায় আগুন

সাভার প্রতিনিধি

বুধবার, ২৮ মার্চ ২০১৮ , ১২:৪১ পিএম


loading/img

সাভারের আশুলিয়ায় ইফাদ গ্রুপের একটি কেক প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বুধবার ভোর পৌনে ছয়টায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের উত্তর পাশে অবস্থিত তৃতীয় তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পাঁচ নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হক আরটিভি অনলাইনকে জানান, ভোরে ভবনটির তৃতীয় তলায় কেক প্রস্তুতকারক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও সাভার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: কড়ই গাছে এক রশিতে ঝুললেন শ্যালিকা-দুলাভাই
--------------------------------------------------------

তিনি আরও জানান, কারখানাটির তৃতীয় তলায় ইস্পাতের স্থাপনাসহ সমস্ত মালামাল পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম মেজর (অব) সৈয়দ সানজিদ হোসেন কাজী আরটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডের সময় বন্ধ কারখানায় কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |