ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেমের টানে ট্রেনের নিচে তরুণ-তরুণী

মৌলভীবাজার প্রতিনিধি

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ০২:৩৬ পিএম


loading/img

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপবন ট্রেনের নিচে কাটা পড়ে দুই আদিবাসী তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর রাতে উপজেলার লংলা রেল স্টেশনের ২৩১/১ মাইল খুঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র জয় (২২) ও উপজেলার মেরিনা চা বাগান এলাকার  সন্ধ্যা (১৮)। 

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন ট্রেনের নিচে কাটা পড়ে দুই আদিবাসী তরুণ ও তরুণী মারা গেছে।

তাদের মরদেহের পাশে পড়ে থাকা মোবাইলফোনে কথা বলে পরিচয় জানা গেছে। ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো কারণে তারা আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |