ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

বুধবার, ১৬ মে ২০১৮ , ০৩:২৭ পিএম


loading/img

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (২৯) এক ডাকাত নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার পাগলা থানার বারইহাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার রাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় স্থানীয় পাগলা থানার বারইহাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের গাছের গুড়ি ফেলে একদল ডাকাত ডাকাতি করছে, এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ স্থানীয় পাগলা থানাকে জানায়। 

--------------------------------------------------------
আরও পড়ুন : দুই বিঘা জুড়ে একটি আমগাছ
--------------------------------------------------------

পরে জেলা ডিবির সদস্যরা ওই এলাকায় গেলে ডাকাতদল পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে। তবে উভয়পক্ষের গুলি বিনিময়কালে অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই পরে থাকে ও দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে চারটি বড় হাসুয়া ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ডিবির ওসি আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : 

এসএস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |