ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

রোববার, ১২ আগস্ট ২০১৮ , ০৮:৪২ এএম


loading/img

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকার একটি পুকুর থেকে সোহেল রানা (২৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। 

শনিবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সোহেল। সে বামন্দী ক্যাম্পপাড়ার আকরাম হোসেনের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী সোহেল প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে ক্যাম্পপাড়ার আব্দুর রাজ্জাকের পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালায়। পরে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন পরিবার। 

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার আরটিভি অনলাইনকে বলেন, শারীরিক প্রতিবন্ধীতার কারণে পানিতে ডুব দিয়ে হয়তো আর উঠতে পারেনি তিনি। পরিবারের কোন অভিযোগ নেই বিধায় মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে না।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |