শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন স্থানে ভাঙন কবলিতদের মধ্যে ব্যক্তিগত ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে আজ দুপুর ১২টায় আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাড.সুলতান মাহমুদ সীমনের ব্যক্তিগত উদ্যোগে শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন কবলিত পাঁচশ’ ৫২টি পরিবারের মধ্যে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, দুইশ’ গ্রাম হলুদ ও ২০০ গ্রাম মরিচ।
এসময় অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারচর ইউনিয়নের একশ’ ২০ পরিবারে দুই বান্ডেল টিন ও প্রত্যেক পরিবারকে ছয় হাজার টাকার চেক, এক হাজার তিনশ’ ৭৫ পরিবারকে ৩০ কেজি করে চাল, এক হাজার তিনশ’ ৭৫ পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে।
কেদারপুর ইউনিয়নে দুই হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার ও পৌর এলাকায় এক হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমীন উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন।
আরও পড়ুন :
জেবি