এবার শিশুসন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একসঙ্গে অন্যরকম বৈশাখ উদযাপন করলেন এসময়ের খুব আলোচিত জুটি শাকিব খান ও অপু ইসলাম খান (অপু বিশ্বাস)। সময় কাটিয়েছেন ঘণ্টাখানেকেরও বেশি।
তবে এ উদযাপন ঘরে নয়, হয়েছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। পহেলা বৈশাখের শেষ বিকালে একান্তেই সময় কাটান এ নতুন পরিবার।
আর বিষয়টি নিশ্চিত করেছেন নিজেরাই।
শাকিব বলেন, ‘এবারের বৈশাখটা অন্যরকম কেটেছে। সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, সে তো এরইমধ্যে মহাতারকা হয়ে গেছে।’
অপু বিশ্বাস বলেন, ‘সত্যিই অন্যরকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হবো। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।’
এএইচএ/সি/