• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাষার মাসে ‘নিখোঁজ সংবাদ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০
ছবি: মহড়ার দৃশ্য।

বাংলা অনেক সমৃদ্ধ ভাষা। এই ভাষার প্রচুর শব্দ রয়েছে। এই শব্দগুলো নিয়েই মূলত নাটকটি তৈরি হচ্ছে। এটা একটু অন্যরকম উদ্যোগ। জানালেন তারিক আনাম খান।

ভাষার মাসে হারানো শব্দের খোঁজে মঞ্চস্থ হবে নাটক ‘নিখোঁজ সংবাদ’। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে এই নাটকের প্রতিদিন দুটি করে শো হওয়ার কথা রয়েছে। নাটকটির সময়সীমা ১ ঘণ্টা ১০ মিনিট।

নাটকটি নির্দেশনা দিচ্ছেন রেজা আরিফ। প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন এষা ইউসুফ ও মনোজ কুমার। নাটকটি লিখেছেন গাউসুল আলম শাওন ও আদনান আদিব খান।

এছাড়া বিভিন্ন থিয়েটার দলের কর্মীরা অভিনয় করবেন। পুরো নাটকটি তত্ত্বাবধান করছেন মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।

জানা গেছে, এবারের ভাষার মাসে একটু ভিন্ন আয়োজনে এই নাটকটি মঞ্চস্থ হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ল্যাবে নাটকটির মহড়া চলছে।

নির্দেশক ও নাট্যশিল্পীরা টানা মহড়া করছেন। নতুন একটি রেপার্টরির ব্যানারে এই নাটকটি মঞ্চস্থ হবে। পেশাদার থিয়েটারচর্চার স্বপ্ন নিয়েই নাটকটি মঞ্চে আনা হচ্ছে।

এই আয়োজনটি নাট্যাঙ্গনেও বেশ কৌতূহল তৈরি করেছে। এখন দেখার অপেক্ষা নাটকটি দর্শকের মাঝে কেমন সাড়া ফেলে!

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে একের পর এক নিখোঁজ সংবাদের গুজব