ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

মৃত্যুর আগে সঞ্জয়কে সব সম্পদ লিখে দিলেন ভক্ত

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০৮ মার্চ ২০১৮ , ০১:৩৭ পিএম


loading/img

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ভারত জুড়ে অসংখ্য ভক্ত রয়েছে তার। আর ভক্তরা প্রিয় তারকাকে সামনে থেকে দেখার জন্য গাড়ির পিছে ছুটে চলে। কেউ আবার প্রিয় তারকার হেয়ার স্টাইল থেকে শুরু করে ড্রেসকোড ফলো করে থাকেন।

বিজ্ঞাপন

তবে সঞ্জয় দত্তের ক্ষেত্রে ঘটলো ভিন্ন এক ঘটনা। তার কাছে গত ২৯ জানুয়ারি একটি ফোন আসে। ফোনটি করেছিল পুলিশ। হঠাৎ পুলিশের ফোন পেয়ে থমকে যান সঞ্জয়। এর আগেও তার কাছে বহুবার পুলিশের ফোন এসেছে। জেলও খেটেছেন।

তবে এমন চমকে দেয়ার মতো খবরের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সঞ্জয়কে জানানো হয়, ১৫ জানুয়ারি মুম্বাইয়ের মালাবর হিলের বাসিন্দা নিশি হরিশ্চন্দ্র ত্রিপাথি নামের তার এক ভক্ত মারা গেছেন। কিন্তু ওই ভক্ত তার সব জিনিসপত্র ও সম্পদ তার প্রিয় অভিনেতার নামে লিখে দিয়ে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: বাবার কাছে লেখিকা মেয়ের ‘খোলা চিঠি’
--------------------------------------------------------

মুন্না ভাই খবরটি শুনে হতভম্ব হয়ে যান। তিনি যেনো আকাশ থেকে পড়েছেন। সঞ্জয় বলেন, অভিনেতা হিসেবে আমাদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাবা-মা আমাদের নামে তাদের সন্তানদের নাম রাখেন। রাস্তায় ভক্তরা আমাদের পিছু নেন। আমাদের কাছে তাদের নানা উপহার পাঠিয়ে দেন। কিন্তু এই ঘটনা আমাকে খুবই ব্যথিত করেছে।

তার আইনজীবী বলেন, সঞ্জয় দত্ত ওই সম্পত্তি নিতে চাচ্ছেন না। তিনি বরং নিশির পরিবারের কাছেই তা হস্তান্তর করতে আগ্রহী। উকিলের চিঠিও এরই মধ্যে সঞ্জয়ের পালি হিলের বাংলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |