ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ব্রাজিলের জার্সিতে অপু-আব্রাম

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৩ জুন ২০১৮ , ০১:৩৮ পিএম


loading/img

এবার ব্রাজিলের জার্সি গায়ে জড়ালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও একমাত্র পুত্র আব্রাম খান জয়। গতকাল শুক্রবার ছেলেকে নিয়ে নেইমারের জার্সি পরে ব্রাজিল বনাম কোস্টারিকার খেলা উপভোগ করেছেন অপু।

বিজ্ঞাপন

এ সময় নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘বিশ্বকাপে আমি ব্রাজিলের সমর্থক। আমার পছন্দের খেলোয়াড় নেইমারের ১০ নম্বর জার্সিটি পরে আমি ও আমার ছেলে আব্রাম খেলা দেখেছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন : আবারও হাসপাতালে পরীমনি
--------------------------------------------------------

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে আমরা জিতেছি। বুধবার ব্রাজিল তাদের তৃতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলবে। সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি।’

সম্প্রতি অপু বিশ্বাস কলকাতায় ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।

এছাড়াও দেবাশীষ বিশ্বাসে পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন বাপ্পি চৌধুরী-অপু।

বিজ্ঞাপন

এবারের ঈদে অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান। 

আরও পড়ুন : 

এম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |