ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

‘পোড়ামন’ নিয়ে হাজির তানজীব-সালমা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ , ০৬:১৫ পিএম


loading/img

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘পোড়ামন’ ও ‘পোড়ামন ২’ দুটো ছবিই ব্যবসা সফল। এবার ‘পোড়ামন’ নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা ও তানজীব সারোয়ার।

বিজ্ঞাপন

তবে এটি কোনও সিক্যুয়েল ছবি না। ‘পোড়ামন’ নামে নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে ভক্তদের সামনে এলেন তানজীব-সালমা। ভিডিওতে অভিনয় করেছেন তারা নিজেরাই।

বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গীতিকার ওমর ফারুক বিশালের লেখায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিবেক।

বিজ্ঞাপন

জানা গেছে, টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘পোড়ামন’ গানের শুটিং হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি।

------------------------------------------------------------------
আরও পড়ুন  : অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’
------------------------------------------------------------------

গানটির প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, আমি সব সময় সংখ্যার চেয়ে মানের দিকে গুরুত্ব দিয়ে থাকি। আর সে কারণে গানও খুব যাচাই-বাছাই করে করা হয়। এই গান ও মিউজিক ভিডিও আমার কাছে ভালো লেগেছে। এখন পর্যন্ত শ্রোতা ও দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা। তিনি একজন ভালো শিল্পী। সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজটি করেছি।

বিজ্ঞাপন

এর আগে তানজীবের কণ্ঠে মেঘমিলন, দিল আমার, ভেজা ভেজা চোখ, এক শহর ভালোবাসা, দেউলিয়া, অবেলায় গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সালমার অ্যালবামের মধ্যে অন্যতম ‘বন্ধু আইয়ো আইয়ো’, ‘বেস্ট অব সালমা’, ‘বিনোদিনী’, ‘বন্ধু আইলা না’, ‘বৃন্দাবন’ ও ‘প্রেমের জানাজা’।  

আরও পড়ুন  :

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |