বলিউডে শুরু হয়েছে বিয়ের মৌসুম। দুই তারকা জুটির বিয়ে নিয়ে এখন সরগরম বলিউড। কিছুদিন আগেই বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের তারিখ জানিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
রণবীর-দীপিকার বিয়ের অনুষ্ঠান হবে ১৪ ও ১৫ নভেম্বর। ইতালিতে বিয়ের আয়োজন হলেও পরবর্তীতে ১ ডিসেম্বর মুম্বাইয়ে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
অন্যদিকে ১ ডিসেম্বরই যোধপুর প্যালেসে বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয়াঙ্কা-নিক। জিনিউজের খবরে জানা গেছে, ইতালিতে রণবীর-দীপিকার বিয়ের আয়োজনে পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। পরবর্তীতে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউড তারকাদের আমন্ত্রণ জানানো হবে।
এদিকে একই দিনে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজনে বলিউড তারকাদের অনেককেই আমন্ত্রণ জানানো হবে। ফলে দুই বিয়ের অনুষ্ঠানে একই সময়ে উপস্থিত থাকা নিয়ে শিডিউল জটিলতায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে।
ব্যক্তি জীবনে প্রিয়াঙ্কা ও দীপিকার সম্পর্ক নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এই দুই তারকা একে অপরকে এড়িয়ে চলেন। যার জন্য ইচ্ছে করেই একই দিনে অনুষ্ঠান করছেন বলেও মনে করছেন কেউ কেউ।
আরও পড়ুন :
- যৌন হয়রানি নিয়ে ভয়ংকর তথ্য দিলো আলিয়া ভাটের মা
- মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’
পিআর/এ