ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সিরিয়ার বিরোধী দলের রাশিয়ার শান্তি আলোচনা বর্জনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮ , ০৯:০৮ পিএম


loading/img

সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ জানিয়েছে, তারা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় রাশিয়ার শান্তি আলোচনা বর্জন করবে। সাত বছরের দীর্ঘ এ সংঘাত নিরসনে মস্কোর জোর কূটনীতিক প্রচেষ্টার ওপর এটি একটি বড় ধরনের আঘাত। খবর এএফপি’র।

বিজ্ঞাপন

বিরোধী দলীয় সিরিয়ান নেগোশিয়েশন কমিশন (এসএনসি) তাদের টুইটার একাউন্টে জানায়, ‘রাশিয়া এ সম্মেলন আয়োজনের উত্তরাধিকারী নয়। জাতিসংঘ ও সিরিয়া সংঘাতের ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর সোচিতে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএনসি।’

সিরিয়া সরকারের শক্তিশালী মিত্র দেশ রাশিয়া আয়োজিত যৌথ এ আলোচনা অংশ নিতে ইতোমধ্যে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ অস্বীকৃতি জানিয়েছে।

বিজ্ঞাপন

আগামী সোমবার ও মঙ্গলবার কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে এ আলোচনা হওয়ার কথা। এ শান্তি আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে প্রধান বিরোধী দলের এমন সিদ্ধান্তের প্রশ্নে ভিয়েনায় জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত দু’দিনের পৃথক শান্তি আলোচনার ওপর ছায়া ফেলেছে।

আরও পড়ুন: 

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |