ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আইএস সম্পৃক্ততায় ১৬ তুর্কি নারীর ফাঁসির আদেশ ইরাকে

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ , ০১:১৮ পিএম


loading/img

ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের কারণে ১৬ তুর্কি নারীর ফাঁসির আদেশ দিয়েছে ইরাকি আদালত। বিচার বিভাগীয় এক মুখপাত্র রোববার এমনটা নিশ্চিত করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

২০১৪ সাল থেকে হাজারও বিদেশি নাগরিক ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করেছেন। তাদের মধ্যে অসংখ্য নারীও আছেন।

গত বছরের আগস্টে কুর্দি বাহিনীর কাছে প্রায় ১৩০০ বিদেশি নারী আত্মসমর্পণ করেন। পরে জঙ্গিদের মূলোৎপাটনে আরও বড় অভিযান শুরুর পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭০০তে।

বিজ্ঞাপন

একই অভিযোগে গত সপ্তাহেও এক তুর্কি নারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ছাড়া ১০ জন বিভিন্ন দেশের নারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

২০১৪ সালের পর ইরাকের প্রায় এক-তৃতীয়াংশের দখল নেয় আইএস। ২০১৭ সালের ডিসেম্বরে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক। তবে ইরাকে জঙ্গি হামলা এখনও থামেনি।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |