ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

রক্তাক্ত মেসির ছবি ছড়িয়ে বিশ্বকাপে হামলার হুমকি আইএসের

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ , ১২:৩৩ পিএম


loading/img

আগামী বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো ৭ মাস বাকি। তার আগেই টুর্নামেন্টটিকে হুমকি দিয়ে রাখল তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী, ২০১৮ সালের গ্রীষ্মে রাশিয়ায় বসবে ফুটবলের সবচেয়ে বড় মহাযঞ্জ। তা বানচাল করতেই ভয়াবহ হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার আইএস মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন লিওনেল মেসির ছবি ও হুমকি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে। পরে তা প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কাজ করে।

ছবিতে দেখা যায়, কারাগারে বন্দি আছেন আর্জেন্টাইন খুদেরাজ মেসি। তার বাম চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এর ক্যাপশনে আরবি ও ইংরেজিতে লেখা, তোমরা এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই।    

বিজ্ঞাপন

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের এমনই এক গা শিউরে উঠা ছবি ছড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপ ফুটবল আসরে হামলার হুমকি দিয়েছে আইএস। সদ্যই তা নিয়ে ডেইলি মিরর, দ্য সান ও ওয়াশিংটন পোস্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে মেসির রক্তাক্ত ছাড়াও এরই মধ্যে আইএসের দেয়া একাধিক ভয়াবহ ছবি ছড়িয়ে সন্ত্রাসী হামলার হুমকি তুলে ধরা হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছেন জঙ্গিরা। সুযোগ বুঝেই হামলা চালাবেন। আরেকটি ছবিতে রক্তে মাখা বিভিন্ন ধারালো অস্ত্র ও বন্দুক দেখা গেছে। এক ছবিতে বোমা মেরে বিশ্বকাপের লোগো উড়িয়ে দেয়া হচ্ছে। এর ক্যাপশনে লেখা আছে, আমরা কুরুক্ষেত্র পছন্দ করি। আমরা প্রতিজ্ঞা করছি, মুজাহিদিনের আগুন তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, সবুর কর।

বিশ্বকাপের পর্দা উঠবে আগামী বছরের জুনে, মস্কোতে। জমকালো এই আয়োজন নিয়ে প্রস্তুতির শেষ পর্যায়ে আছে রাশিয়া। বিপুল পরিমাণ দর্শক ও পর্যটকদের আতিথ্য দিতে অপেক্ষা করছে দেশটির বিভিন্ন শহর। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রুশ কমান্ডো ও আইন শৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ও জঙ্গি হামলার হুমকি রুখে এই আয়োজনের সফল সমাপ্তি চায় ইউরোপের অন্যতম ধনী দেশটি।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |