ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এশিয়া কাপ বাছাই পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ , ০৩:৪৩ পিএম


loading/img

এশিয়া কাপের ১৪তম আসরে দুই গ্রুপ থেকে অংশ নিচ্ছে মোট ছয় দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ ‘এ’তে অবস্থান করছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির বিপক্ষে বাছাই পর্ব থেকে আসা একটি দল নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই ক্রিকেট টুর্নামেন্ট। আগামীকাল বুধবার থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাছাই পর্ব। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। 

বিজ্ঞাপন

মূল পর্বের মতো বাছাই পর্বেও অংশ নিচ্ছে ছয়টি দল। ইউএই, মালয়েশিয়া, নেপাল, হংকং, সিঙ্গাপুর ও ওমান একে অপরের বিপক্ষে লড়বে। রাউন্ড রবিন লিগের মাধ্যমে ফাইনালের বিজয়ী দলটিই যেতে পারবে মূল পর্বে।

বাছাই পর্বের সূচি 

বিজ্ঞাপন

(প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়)

২৯ আগস্ট 

মালয়েশিয়া-হংকং (কিনরারা ওভাল)
নেপাল-ওমান (বায়ুয়েমাস ওভাল)
ইউএই-সিঙ্গাপুর (ইউকেএম ওভাল)

বিজ্ঞাপন

৩০ আগস্ট

ইউএই-নেপাল (কিনরারা ওভাল)
হংকং-সিঙ্গাপুর (বায়ুয়েমাস ওভাল)
ওমান-মালয়েশিয়া (ইউকেএম ওভাল)

১ সেপ্টেম্বর

ওমান-সিঙ্গাপুর (কিনরারা ওভাল)
মালয়েশিয়া-নেপাল(বায়ুয়েমাস ওভাল)
ইউএই-হংকং (ইউকেএম ওভাল)

২ সেপ্টেম্বর 

হংকং-ওমান (কিনরারা ওভাল)
মালয়েশিয়া-ইউএই (বায়ুয়েমাস ওভাল)
নেপাল-সিঙ্গাপুর (ইউকেএম ওভাল)

৪ সেপ্টেম্বর

মালয়েশিয়া-সিঙ্গাপুর (কিনরারা ওভাল)
ইউএই-ওমান (বায়ুয়েমাস ওভাল)
নেপাল-হংকং (ইউকেএম ওভাল) 

৬ সেপ্টেম্বর

ফাইনাল (কিনরারা ওভাল)

আরও পড়ুন :

ওয়াই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |